রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে আঁখি খাতুন (১৮) নামের এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। সে গোদাগাড়ী পৌর এলাকা বারুইপাড়া গ্রামের গোলাম মুর্ত্তুজার মেয়ে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে পরিবারের উপর অভিমান করে নিজঘরে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে ঢাকায় গার্মেন্টে কাজ করতে যায় আঁখি। ৫ দিন আগে সে বাড়ি ফিরে আসে। গোদাগাড়ী মডেল থানার ওসি বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। সোমবার সকাল সাড়ে দশটার দিকে আঁখি পরিবারের উপর অভিমান করে নিজঘরে গলা ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।