বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাত্র দুজন বন্ধু ছিলেন বলে জানিয়েছেন টেলিভিশন অভিনেত্রী অদিতি ভাটিয়া। তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ারের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।
অদিতির শেয়ার করা ওই ভিডিওতে সুশান্ত বলেন, আমি সবসময় নিজের কাজের কথা বলেছি, কেননা সেটা বাদ দিলে আমি খুবই বোরিং। সত্যি বলতে গেলে আমার কেবল দু’জন বন্ধু ছিল। আমি বন্ধুত্ব করতে পারি না। এমন নয় যে আমার মানুষজন ভালো লাগে না। কিন্তু কোথাও না কোথাও মানুষ আমার কথা ভালোবাসেন না।
তিনি বলেন, প্রথমে আমার মনে হয় তারা আমাকে ভালোবাসেন, তারপরে তারা আমার ফোন ধরাও বন্ধ করে দেন। আমি জানি যে সব সময় ভালো থাকার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়।
অন্যদিকে ভিডিওতে অদিতি বলেন, সুশান্তের সঙ্গে যা ঘটল আমি কিছুতেই সেই ঘটনা সম্পর্কে ভাবা বন্ধ করতে পারছি না। এই পৃথিবী খুব মিথ্যাবাদী, পৃথিবী পরিস্থিতি অনুভব করে না, কেবলমাত্র পোস্ট শেয়ার করে দেয়। আরে অন্তত আগে ক্ষতিটা অনুভব তো করুক। যখন কেউ ভালো কাজ করে তখন সে কাউকে প্রভাবিত করতে তা করে না, বরং সে প্রমাণ করতে চায় যে সে ভালো মনের মানুষ। এটা কি সোশ্যাল মিডিয়া? এটাই নতুন বিশ্ব যেখানে আমরা থাকি!
তিনি আরও বলেন, আগে মানুষ হয়ে উঠুন তার পরে সোশ্যাল মিডিয়া ইউজার হবেন।