রাজধানীসহ সারাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হলেও মানা হচ্ছে না কিছুই। নেই সচেতনতা। গণপরিবহনে ঠাসাঠাসি করে চলাচল। এসবের মধ্যেই রোববার (৭ জুন) থেকেই পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কথা রয়েছে অঞ্চল ভিত্তিক বিশেষ কার্যক্রমের । যদিও যেসব এলাকা রেড জোনের আওতায় আসছে এখনো সেখানে এমন নির্দেশনার আঁচও লাগেনি।
রাজধানীর শনিরআখড়ায় রোববারও দেখা যায়, বাসের অপেক্ষায় অফিসগামী শত মানুষ। কাঙ্ক্ষিত বাস আসতেই শুরু হয় ওঠার প্রতিযোগিতা। দরজা দিয়ে বাসে উঠতে না পেরে কেউ কেউ প্রবেশ করছেন জানালা দিয়ে। গন্তব্যে পৌঁছানোর চিন্তায় ভুলে গেছেন করোনার চিন্তা।
এসব পরিবহনের কোনটিতে তোলা হয়েছে অতিরিক্ত যাত্রী। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এছাড়াও ভাড়া নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ যাত্রী ও চালকদের।
অথচ কথা ছিলো ভিন্ন কিছুর। সংক্রমণ ঠেকাতে আজ থেকেই পরীক্ষামূলকভাবে চালু হবে অঞ্চল ভিত্তিক বিশেষ কার্যক্রম। যদিও যেসব এলাকা রেড জোনের আওতায় আসছে এখনো সেখানে এমন নির্দেশনার আঁচও লাগেনি।
বলতে গেলে অনেকটাই স্বাভাবিক এসব এলাকার জীবন চিত্র। শুধু অভাব সচেতনতার। স্থানীয় কাউন্সিলর বলছেন এখনো আসেনি চূড়ান্ত নির্দেশনা।
২৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেন, যে বাড়িগুলোতে আমরা করোনা রোগী পেয়েছি সে বাড়িগুলোর আশেপাশে যদি আমরা লকডাউন করি তাহলে অনেকাংশে কমে যাবে। প্রধানমন্ত্রী আমাদের কাজ তদারকি করছেন সরাসরি।