সিরিআ’য় ঘরের মাঠে লাৎসিওকে আতিথ্য দেয় য়্যুভেন্তাস। তবে লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে উঠে আসে তুরিনের ওল্ড লেডিরা। শনিবার রাতে সেরা একাদশে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
সাইডবেঞ্চে বসেই দেখেন ১৪ মিনিটে কোরিয়ার গোলে য়্যুভেন্তাসের পিছিয়ে পড়ার দৃশ্য। ম্যাচের ৩৮ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় য়্যুভেন্তাস। তবে দানিলো সে যাত্রায় তা হতে দেননি। পরের মিনিটেই মোরাতার অ্যাসিস্টে সহজে কাজটি করেন দেন র্যাবিয়ট। তবে বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় তুরিনের ওল্ড লেডিরা।
চিয়েসার অ্যাসিস্টে মোরাতা নাম তোলেন স্কোরখাতায়। এর তিন মিনিট পরেই আবারো লাৎসিওর জালে য়্যুভদের হানা। রামসীকে ফাউল করায় পেনাল্টি পায় য়্যুভেন্তাস। তা থেকে গোল করে স্বাগতিকদের স্কোর ৩-১ করেন মোরাতা। এরপর ম্যাচের ৭০ মিনিটে মোরাতাকে উঠিয়ে কোচ মাঠে নামান রোনালদোকে। কিন্তু ম্যাচে পরে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিরলোর দল।